• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত 

     dailybangla 
    24th Nov 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ

    সেতু আক্তার, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে চার যুবক আহত হয়েছেন,শাহীন শিকদার (২৮) নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা দাবি করেছেন, আহতরা রাতে ভ্যান চুরি করতে গিয়ে গ্রামীণদের হাতে ধরা পড়ে।

    ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে। নিহত শাহীন শিকদার গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন সুমন শেখ (২০), পারভেজ মাতুব্বর (২১) ও এনামুল সরদার (২৬)। তাদেরকে দ্রুত উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে গ্রামে ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে। ওই রাতেও ভ্যানচালক আক্তার ফকিরের বাড়িতে চুরি করতে আসেন পাঁচ যুবক। বিষয়টি টের পেয়ে আক্তার ফকির তাদের ধাওয়া দেন এবং চিৎকারে গ্রামের শতাধিক মানুষ উপস্থিত হয়ে চার যুবককে আটক করে। একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি চারজনকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেওয়া হলে শাহীন শিকদারের মৃত্যু হয়।

    নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিনজন এখন শঙ্কামুক্ত।

    আক্তার ফকির বলেন, “গ্রামে ধারাবাহিক চুরির ঘটনায় রাতের ঘুমও অশান্ত ছিল। রাতে আমার ভ্যানের শিকল টানার শব্দে বের হয়ে দেখি চোরের দল; চিৎকার করলে গ্রামের মানুষরা ধরে ফেলে।”

    অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, “স্থানীয়রা জানিয়েছেন, চারজন ভ্যান চুরি করতে গিয়েছিল। তারা মারধরের শিকার হয়েছে, একজন নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন; নিহতের পরিবারের অভিযোগের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031