ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে এনসিপির
সেতু আক্তার, ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দিনে দিনে ব্যাপক জনপ্রিয়তা বেড়েই চলেছে।
ইতিমধ্যে দলটি ফরিদপুরে বাছাইকৃত সৎ, যোগ্য ও পরোপকারী ২৩ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছেন।
গত ০৫ জুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেনের সাক্ষরিত ফরিদপুর জেলা সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন সৈয়দা নীলিমা দোলা। ও যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে
ফরিদপুরের সবার প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক এস. এম জাহিদ হোসেনকে।
এছাড়াও কমিটিতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও ফরিদপুর জেলার সকলের সুপরিচিত পরোপকারী প্রিয়মুখ এস,এম আকাশ।
কমিটির বাকি সদস্যরা হলেন, সাইফ হাসান খাঁন (সাকিব), জিল্লুর রহমান, মোঃ বায়েজিদ হোসেন শাহেদ, মোঃ কামাল হোসাইন, ফিরোজ হোসেন মোল্যা, মোঃ মিরাজ উদ্দীন শরীফ, শেখ বাচ্চু, রফিকুল ইসলাম বর্ণ, হাবিবুর রহমান (আল-মুনীর), ছায়েমা আক্তার, মোঃ আরমানুল ইসলাম, মেহেদী হাসান, মোঃ সোহান ইসলাম সুজাত, রনি মোল্যা, হায়দার মোল্যা, মোঃ সেক জাহিদ, জুবায়ের রহমান, এস এম আকাশ, নবীন সেক, সাইফুল ইসলাম ও মোঃ রুবেল মিয়া হৃদয়।
বিআলো/তুরাগ