ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
dailybangla
24th Jul 2025 6:00 pm | অনলাইন সংস্করণ
সেতু আক্তার, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার করিমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে রয়েল পরিবহন ও একটি স্থানীয় লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানিয়েছে।
বিআলো/এফএইচএস