ফরিদপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
dailybangla
19th Jun 2025 8:21 pm | অনলাইন সংস্করণ
এস. এম আকাশ, ফরিদপুর: ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা , ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর ইসলামি চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ২২ জন সমাজে পিছিয়ে পড়া হত দরিদ্র, রোগীকে এ চিকিৎসাসেবা দেয়া হয়। চক্ষু অপারেশন করেন ইসলামি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ এইচ এম ছাব্বির আহমদ। এমবিবিএস (ডি.ইউ), ডি.ও (চক্ষু), সিসিডি (বারডেম) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক ( কার্যক্রম) মোঃ আকরাম হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির ক্রেডিট ম্যানেজার এম. ফরিদুজ্জামান, অডিট ম্যানেজার নজরুল ইসলাম খান, ফোকাল পার্সন সুমন চন্দ্র হাওলাদার, এরিয়া ম্যানেজার মোঃ মাইদুল ইসলাম, উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীর, সহ সমন্বয়কারী মোঃ সুজিত হাসান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া জামান লাবণ্য।এসময় হত দরিদ্র রোগীদের উদ্দেশ্যে পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক ( কার্যক্রম) মোঃ আকরাম হোসেন বলেন, সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করছি। এখানে যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন তার সবই আপনারা পাবেন। আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান- এটাই পল্লী প্রগতি সহায়ক সমিতির প্রত্যাশা।