ফার্মগেইটের মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
dailybangla
23rd Nov 2024 3:35 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেইটের মার্কেন্টাইল ব্যাংক পিএলসি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ব্যাংকটিতে আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল নয়টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।
বিআলো/শিলি