• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফালানী বেগমকে আত্মনির্ভরশীল করতে বিএসএসকেপি ‘স্বাবলম্বী প্রজেক্ট 

     dailybangla 
    12th Jun 2025 9:24 pm  |  অনলাইন সংস্করণ

    সাইফুল্লাহ সাইফ,বীরগঞ্জ(দিনাজপুর) : “একসাথে চলবো, সুন্দর সমাজ গড়বো” — এই প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)।

    গত ছয় বছর ধরে সমাজের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। দরিদ্র ও বেকার পরিবারকে আত্মনির্ভরশীল করে কর্মসূচি অংশ হিসেবে চালু করেছে একটি নতুন উদ্যোগ—‘স্বাবলম্বী প্রজেক্ট-২০২৫’। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করা হচ্ছে।

    ১২ জুন বৃহস্পতিবার স্বাবলম্বী প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ধুলোট (উত্তর পাড়া) গ্রামের এক দরিদ্র পরিবার ফালানী বেগম (৩৫) উপহারস্বরূপ একটি মা ছাগল প্রদান করা হয়, যাতে তারা  নিজের উপড় আত্মনির্ভরশীল হয়ে
    আয়ের পথ তৈরি করতে পারে।

    ফালানী বেগম দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন পার করছেন। পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন হলেও নেই কোনো কর্মক্ষম সদস্য। ভিক্ষাবৃত্তি করে এবং মানুষের বাসার কাজে সাহায্য করে যা চাল-ডাল পায় তা নিয়েই চলে সংসার। এমন দুঃসহ অবস্থায় তাদের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন BSSKP। বৃহস্পতিবার, ১২ জুন, বিকেল ৩টায় ফালানী বেগমের নিজ বাড়িতে একটি ছাগল হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন হয়। বিএসএসকেপি যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) এর কেন্দ্রীয় আহব্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব নাসিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাজু ইসলাম, কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা  মোঃ জাকিরুল ইসলাম। পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক সম্রাট ইসলাম, কোষাধ্যক্ষ রাকিব ইসলাম, সাবেক কেন্দ্রীয়  শিশু বিষয়ক সম্পাদক মোঃ সেলিম ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার দপ্তর  সম্পাদক লিমন ইসলাম, সদস্য নাঈম ইসলাম, ইমরান হোসেন, নুর ইসলাম সহ প্রমুখ।

    এ সময় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ ওমর ফারুক বলেন,
    “সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”

    সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এনায়েত উল্লাহ সিয়াম বলেন,
    “স্বাবলম্বী প্রজেপ্রক্ট চালু করা আমাদের একটি স্বপ্ন ছিল। অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে পারাই আমাদের বড় সাফল্য। আপনাদের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

    এসময় অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আত্মনির্ভরশীল সমাজ গঠনে প্রান্তিক দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করতে বিএসএসকেপি কার্যক্রম সর্বদা সক্রিয় থাকবে। এভাবেই আমরা সমাজের অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন সহায়তায় অব্যাহত রাখব।

    সহায়তা পেয়ে আবেগাপ্লুত ফালানী বেগম বলেন,
    “আমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের মঙ্গল করুক, যেন তারা আরও মানুষের পাশে দাঁড়াতে পারে।”

    স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা এমন কার্যক্রমকে স্বাগত জানান ও ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

    বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ-এর এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজ পরিবর্তনের একটি উদাহরণ হয়ে উঠছে। যেখানে সহমর্মিতা, উদ্যোগ এবং মানবিক মূল্যবোধ মিলেমিশে সৃষ্টি করছে স্বপ্নময় ভবিষ্যতের পথ।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031