“ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চললে আইনগত ব্যবস্থা”- হাইওয়ে পুলিশ প্রধান
গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি: ফিটনেস বিহীন গাড়ি মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না, ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চললে আইনগত ব্যবস্থা। ঘরমুখো মানুষ নিরাপদে, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পাড়ে সেই জন্য মহাসড়কে সেনাবাহিনী, র্যাব, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ একসাথে কাজ করছে।
বুধবার (৪ জুন) দুপুরে গাজীপুর রিজিওন হাইওয়ে পুলিশের আয়োজনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করণে এবং মহাসড়ক যানজট মুক্ত রাখায় প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান দেলোয়ার হোসেন মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, ডিআইজি অপারেশন শফিকুল ইসলাম, ডিআইজি পূর্ব হাইওয়ে হাবিবুর রহমান, ডিআইজি দক্ষিণ হাইওয়ে রকফার সুলতানা খানম, ডিআইজি ট্রেনিং সালমা বেগম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া, নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম সহ অন্যান্য কর্মকর্তা।
বিআলো/সবুজ