ফিলিস্তিনের বিশিষ্ট অভিনেতা-নির্মাতা মোহাম্মদ বাকরির চিরবিদায়
বিনোদন ডেস্ক: ফিলিস্তিনের প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বাকরি আর নেই। বুধবার (২৪ ডিসেম্বর) হৃদরোগজনিত কারণে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, বাকরিকে তার নিজ গ্রামে সমাহিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে তার ছেলে সালেহ বাকরি বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৫৩ সালে জন্মগ্রহণ করা মোহাম্মদ বাকরি অভিনয় জীবন শুরু করেন আশির দশকে থিয়েটারের মাধ্যমে। তিনি ফিলিস্তিনি নাগরিক হলেও আরবি ও হিব্রু উভয় ভাষায় দক্ষ ছিলেন। তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে অস্কারজয়ী পরিচালক কস্তা-গাভরাসের হানা কে সিনেমার মাধ্যমে।
তিনি কেবল অভিনেতা নয়, একজন সাহসী নির্মাতা হিসেবেও তিনি সমাদৃত ছিলেন। ২০০২ সালে পরিচালিত প্রামাণ্যচিত্র জেনিন, জেনিন ইসরাইলি বর্বরতা তুলে ধরায় বিতর্কের জন্ম দেয় এবং ইসরাইল সরকার সিনেমাটি নিষিদ্ধ করে।
বিআলো/শিলি



