• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও ইফতার বিতরন 

     dailybangla 
    21st Mar 2025 11:53 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: স্বাধীন ফিলিস্তিনের মুসলমানদের ওপর গনহত্যা নির্যাতনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দিন আল হাসানী বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসসহ গত দুই দিনে অন্তত ৫০০ জন গাজাবাসীকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ২১ মার্চ ২০২৫ বিকেলে মানববন্ধন ও ছাত্র শিক্ষক ও জনতার মাঝে ১০০০ জনকে ইফতার বিতরন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    তিনি বলেন, বছরের পর বছর মজলুম ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা ও হত্যাযজ্ঞ চলছেই। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই গণহত্যা নিয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। এমতাবস্থায় অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের গনহত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি।

    মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল।

    উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবির আহমেদ, সহ-সভাপতি জিএম রাব্বি, বিভাগীয় সহ-সভাপতি নজরুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক জাহিদ হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর সভাপতি সোহাগ শেখ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930