• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফুটবলের বিস্ময় বালক সোহানের পাশে বিএনপি নেতা আমিনুল হক 

     dailybangla 
    07th Aug 2025 11:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফুটবলের ক্ষুদে বিস্ময় সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে তিনি এ সহায়তা প্রদান করেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাড়ে পাঁচ বছরের সোহানের ফুটবল নৈপুণ্যের ভিডিও নজরে আসে তারেক রহমানের। ভিডিওটি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে দলীয় ক্রীড়া সম্পাদককে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

    এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচআনী গ্রামে সোহানের বাড়িতে গিয়ে হাজির হন আমিনুল হক। এ সময় তিনি সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং উপহার হিসেবে সোহানের জন্য ফুটবল সামগ্রী তুলে দেন।

    আমিনুল হক বলেন, “তারেক রহমান সোহানের ভিডিও দেখে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন। তিনি শুধু সোহানের ফুটবল প্রতিভা নয়, বরং তার লেখাপড়া ও পরিবারের সম্মানজনক জীবনযাপনের দিকটিও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তার নির্দেশেই প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

    তিনি আরও জানান, সোহানের বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা নেওয়া হবে।

    বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা বিশ্বাস করি দেশের প্রত্যন্ত অঞ্চলেও অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। তাদের যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। বিএনপি মনে করে—খেলাধুলায় দলীয়করণ নয়, বরং প্রতিভা ও যোগ্যতার ভিত্তিতেই সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি হওয়া উচিত। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি জেলা ও উপজেলায় বিকেএসপি স্থাপন করে একটি ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে।”

    সোহানের বাড়িতে এ সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মো. শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল এবং সাবেক জাতীয় ফুটবলার মেজবাহ উদ্দিন প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031