• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফুলবাড়ী ইস্যুতে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব 

     dailybangla 
    07th Dec 2025 8:53 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফুলবাড়ী কয়লাখনি নিয়ে ব্যক্তিগত পোস্টকে কেন্দ্র করে ওঠা আলোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, তার মন্তব্য সরকার নয়, সম্পূর্ণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।

    প্রেস সচিব শফিকুল আলম রবিবার এক ফেসবুক পোস্টে বলেন, সুস্থ গণতন্ত্রের জন্য গঠনমূলক বিতর্ক প্রয়োজন, তবে ব্যক্তিগত আক্রমণ অসহিষ্ণুতা বাড়ায়। সাম্প্রতিক ব্যক্তিগত পোস্ট নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তিনি জানান, বিষয়টি তার নিজস্ব মূল্যায়ন, সরকারের অবস্থান নয়।

    তিনি স্মরণ করেন, ২০০৬ সালে ফুলবাড়ী হত্যাকাণ্ডের খবর বিদেশি সংবাদমাধ্যমে প্রথম প্রচার করেন তিনি নিজেই। সেই সময় পুলিশের কাছ থেকে নিহতের তথ্য নিশ্চিত করাতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল ব্যাপক।

    জ্বালানি নিরাপত্তাকে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক সংঘাত এলএনজির দাম কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে, যেমনটা ইউক্রেন যুদ্ধের পর দেখা গেছে। তখন সিদ্ধান্ত নিতে হয়- রিজার্ভ শেষ করে জ্বালানি কেনা হবে, নাকি শিল্পকারখানা বন্ধ থাকবে।

    তিনি জানান, তার সাম্প্রতিক লেখায় উঠে আসা যুক্তিনির্ভর সমালোচনাকে তিনি স্বাগত জানান। গবেষক মাহতাব উদ্দিন আহমেদসহ অনেকেই তার যুক্তির দুর্বল দিক তুলে ধরেছেন, যা তিনি মূল্যায়ন করেন।

    তবে তার মত, ফুলবাড়ী, দীঘিপাড়া ও জামালগঞ্জের মতো বড় কয়লা মজুত উত্তোলন না করাটা ছিল ভুল সিদ্ধান্ত। চুক্তিতে সমস্যা থাকলে সংশোধন করে নতুন অংশীদার খোঁজা যেত। তিনি আবারও স্পষ্ট করেন, এ বিষয়ে সরকারের কোনো পুনরুজ্জীবন পরিকল্পনা নেই; তার বক্তব্য পুরোপুরি ব্যক্তিগত।

    শেষে বাম রাজনীতির মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, অর্থনৈতিক অনেক ইস্যুতে বামপন্থিদের আন্দোলন বাস্তবসম্মত ফল আনতে পারেনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031