ফেনীতে চার তারকা মানের ‘গোল্ডেন প্যালেস’ হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো চার তারকা মানের ‘গোল্ডেন প্যালেস হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল’। সোমবার সকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত নবনির্মিত হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খান সেলিম পাঠান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্চু, একরামুল হক ভূঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর হারুন উর রশিদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম মর্তুজা টিপু, এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম শাওন, ফিন্যান্স ডিরেক্টর খাইরুল হাসান ফয়সাল এবং ডিরেক্টর আলতাফ হোসেন প্রমুখ।
এছাড়াও হোটেলের শেয়ার হোল্ডার, পরিচালকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।
হোটেল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানের এই ফোর-স্টার হোটেলে রয়েছে ৩৩টি শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক আবাসিক কক্ষ, সুবিশাল কনভেনশন হল, রুচিশীল রেস্টুরেন্ট, ক্যাফে কর্নার ও প্রশস্ত লবি। ব্যবসায়ী, পর্যটক ও অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য এখানে মিলবে সর্বোচ্চ মানের আতিথ্য ও সেবা।
উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রেস্টুরেন্টে বুফে লাঞ্চ ও ডিনার মাত্র ৭৯৯ টাকায় ৮০ ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২০ তারিখ পর্যন্ত খাবারে ২০% ছাড় এবং আবাসিকে থাকছে ৩০% বিশেষ ছাড়।
হোটেল কর্তৃপক্ষ ফেনীর নাগরিকসহ দেশের সকল ভ্রমণপ্রেমীদের ‘গোল্ডেন প্যালেস’-এ আসার আমন্ত্রণ জানিয়েছেন।
বিআলো/তুরাগ



