ফেনীতে চিকিৎসকের চেম্বারে যুবদল নেতার হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সিরিয়াল নিয়ে বিরোধের জেরে ঘটনার সূত্রপাত, এক মাস আগেও চাঁদা দাবির অভিযোগ চিকিৎসকের
নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ইকবাল হোসেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৩ জুন) রাতে নিজ বাড়ির চেম্বারে প্রতিদিনের মতো রোগী দেখছিলেন চক্ষু চিকিৎসক ডা. গোলাম রসুল সুমন। ওই সময় ইকবাল হোসেন তার সহযোগী নুর হায়দারকে সিরিয়ালে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ এনে জোরপূর্বক চেম্বারে প্রবেশের চেষ্টা করেন। অ্যাটেনডেন্ট রুবেল তাকে কিছু সময় অপেক্ষার অনুরোধ করলে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে ইকবাল হোসেন, নুর হায়দার রাসেল ও রাজনসহ আরও কয়েকজন চেম্বারে ঢুকে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে মারধরের হুমকি দেন। এসময় তারা চেম্বার ও বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসক গোলাম রসুল সুমন বলেন,
“হঠাৎ কয়েকজন যুবক চেম্বারে ঢুকে আমাকে মারতে আসে। তারা ভয়ভীতি দেখায়, চেম্বার ও বাড়িতে ভাঙচুর করে। এর এক মাস আগেও কয়েকজন এসে চাঁদা দাবি করেছিল।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন বলেন,
“চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। রোগীর সিরিয়াল নিয়ে তর্কাতর্কির জের ধরে কিছু ভাঙচুর হয়েছে।”
ঘটনার বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান,
“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/সবুজ