ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উৎসব ও আলোচনা অনুষ্ঠিত হয়
আজমির মিশু, ফেনী: মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শ্রী শ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ ফেনীর সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার সাহার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম,পৌর ইন্জিনিয়ার জাকির হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের ফেনী জেলা সভাপতি শ্রী শুকদেব নাথ তপন।এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু ধর্মীয় বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শোভাযাত্রায় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, পূজারীরা ও বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ভক্তরা শঙ্খধ্বনি, কীর্তন ও ঢোল-করতালের বাদ্যে শ্রীকৃষ্ণের জয়ধ্বনি উচ্চারণ করেন।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মরণে পালন করা হয়। এ উপলক্ষে ভক্তরা শোভাযাত্রা, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ