ফেনীতে দৈনিক বাংলাদেশের খবরের উদ্যোগে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন
ফেনীতে ইংরেজি নববর্ষ উদযাপনে আনন্দ র্যালি ও আলোচনা সভা
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে আনন্দ ও উদ্দীপনায় ভরপুর একটি আয়োজন সম্পন্ন হয়েছে। দৈনিক বাংলাদেশের খবরের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা এবং বর্ণাঢ্য আনন্দ র্যালি ছিল প্রধান আকর্ষণ। প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, পিআরপি চেয়ারম্যান তারেকুল ইসলাম ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুল হক চৌধুরী এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম।
সভায় সঞ্চালনা করেন দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন.এন জীবন, স্বাগত বক্তব্য দেন দৈনিক বাংলাদেশের খবরের ফেনী জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্য শেষে ফেনী প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। সাংবাদিক, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্য মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না এবং শৃঙ্খলা ফিরতে সময় লাগবে। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি সুদৃষ্টি কামনা করেন যাতে ফেনীর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, ক্ষমতার লড়াই গনতন্ত্রের স্বাভাবিক রূপ। দেশে সকল ভেদাভেদমুক্ত, মুক্ত ও বুদ্ধি ভিত্তিক রাজনীতি প্রয়োজন। বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে নির্যাতিত হলেও বর্তমান সময়ে একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব তৈরি হওয়ায় দেশকে বৃহত্তর ঐক্যের দিকে এগোতে পারছে না। আমাদের এখন দেশকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
বিআলো/তুরাগ



