• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনীতে পশুর হাটের নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করলেন পুলিশ সুপার 

     dailybangla 
    30th May 2025 10:48 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট সমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ফেনী জেলার পশুর হাট সমূহের ইজারাদার বৃন্দের সঙ্গে মতবিনিময় সভা পুলিশ লাইন্স ডিলশেডে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন।

    এই সময় পুলিশ সুপার বলেন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও মারামারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা জেলা পুলিশের পক্ষ-থেকে গ্রহণ করা হবে। কোনো গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাসী, পশুর হাটে পকেটমার, মলম পার্টিসহ ছিনতাই কারীদের বিরুদ্ধে তালিকা তৈরি করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে জেলা পুলিশ গ্রহণ করছে।

    পশুর হাট কেন্দ্রিক অননুমোদতি ও অবধৈ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা, হাট কেন্দ্রিক অবধৈভাবে গাড়ি পার্কিং না করে সে বিষয়ে তৎপর থাকতে সংশিষ্ট অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

    এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অপস্) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) তসলিম হুসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. সৈয়দ মুমিদ রায়হান,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়া রায় চৌধুরী, ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, টিআই, ডিবি, ডিএসবিসহ ফেনী জেলার পশুরহাট সমূহের ইজারাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031