ফেনীতে বিজিবির অভিযান: তিন দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনী সীমান্তের পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাত্র তিন দিনে দুই কোটি টাকার চোরাই ভারতীয় মালামাল জব্দ করেছে ৪ বিজিবি, ফেনী ব্যাটালিয়ন।
২৭ অক্টোবর সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট, চশমা ও ঔষধ বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।
এছাড়া গত তিন দিনে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোশারফ হোসেন জানিয়েছেন, জব্দকৃত সমস্ত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
বিআলো/তুরাগ



