• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ভারতীয় মালামাল উদ্ধার 

     dailybangla 
    10th Jan 2026 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় মালামাল বহনকারী একটি যানবাহনও জব্দ করা হয়।

    শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

    বিজিবি সূত্রে জানা যায়, রাতভর পরিচালিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা ছাড়াও শাড়ি, শাল, থ্রি-পিস, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ এবং গরু উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

    উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত যানবাহন আইনানুগ প্রক্রিয়া শেষে নিকটস্থ থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

    এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031