ফেনীতে বিধবা আনসার সদস্য পেলেন পাকা ঘর উপহার
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর ফাজিলপুর ইউনিয়নে অসহায় বিধবা আনসার ও ভিডিপি সদস্য রহিমা আক্তারকে একটি পাকা ঘর উপহার দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরটির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
দুপুর ১টায় মহাপরিচালকের পক্ষে জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি রহিমা আক্তারের হাতে তুলে দেন। এ সময় সদর উপজেলা আনসার কর্মকর্তা শামীমা বেগম, আনসার প্রশিক্ষক আবদুস শুক্কুরসহ আনসার ও ভিডিপির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে মহাপরিচালক বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় আনসার ভিডিপি ও টিডিপি সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকে। পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় সারাদেশে ২২ জন অসহায় ও বিধবা আনসার ভিডিপি সদস্যকে ২২টি পাকা ঘর উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও অভিজ্ঞতার বিনিময়ে আজ এসব ঘর আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকের দিনটি আমাদের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। গৃহহীন সদস্যদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের মাধ্যমে আনসার বাহিনী আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”
আনসার ভিডিপি সদস্য রহিমা আক্তার বলেন, “আমি আমার এক প্রতিবন্ধী মেয়ে ও এক ছেলেকে নিয়ে দীর্ঘদিন অন্যের বাড়িতে খুব কষ্টের সঙ্গে বসবাস করেছি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রায় চার লাখ টাকা ব্যয়ে আমাকে একটি ঘর উপহার দেওয়ায় মহাপরিচালক ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন আমার মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই হলো।”
জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, “মহাপরিচালকের নির্দেশনায় ফাজিলপুরে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।”
বিআলো/ইমরান



