ফেনীর পরশুরামে কৃষিজমির অবৈধ মাটি ও বালু উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে পরশুরাম উপজেলার বল্লার মুখার নিকট নিজ কালিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরদরবেশ এলাকার নিজাম উদ্দিনের ছেলে আবদুর রহিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
নিজ কালিকাপুর বিওপি ক্যাম্প কমান্ডারের সহযোগিতায় পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়েত হোসেন নুর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়েত হোসেন নুর বলেন, “যেখানে অবৈধভাবে কৃষিজমির মাটি বা বালু উত্তোলনের চেষ্টা করা হবে, সেখানেই পরশুরাম উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। কোথাও অবৈধ মাটি বা বালু উত্তোলনের তথ্য পাওয়া গেলে দ্রুত উপজেলা প্রশাসন অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিআলো/ইমরান



