ফেনী জেলা কারাগার-২ উদ্বোধন: ফুল দিয়ে বরণ কারাবন্দীদের
আবুল হাসনাত তুহিন, ফেনী: পহেলা নভেম্বর সকালে ফেনীর মাস্টারপাড়া এলাকায় অবস্থিত পুরাতন জেল ভবনে উদ্বোধনের মাধ্যমে চালু হলো ফেনী জেলা কারাগার-২। নতুনভাবে পুনঃচালু হওয়া এই বিশেষায়িত ইউনিটে চট্টগ্রাম বিভাগের সাতটি জেলার জজকোর্টে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে বলে জানা গেছে।
প্রথম দিনেই চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট ১৮০ জন আসামিকে এখানে স্থানান্তর করা হয়। তাদের আগমনে ফুল দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ।
জেলসুপার দিদারুল আলম জানান, কারাগারটি এখন থেকে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে। এখানে জেল সুপার, জেলার, মেডিকেল অফিসার ও ডেপুটি জেলারসহ মোট ৭০ জন কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে পদায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে মোট ৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে এই ইউনিটে পদায়ন সম্পন্ন করা হবে।
নতুন এই কারাগার চালুর ফলে চট্টগ্রাম বিভাগের বিচারাধীন মামলার বন্দীদের স্থান সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআলো/তুরাগ



