ফেনী জেলা প্রশাসকের সঙ্গে নবনির্বাচিত রেড ক্রিসেন্ট ইউনিটের সৌজন্য সাক্ষাৎ
dailybangla
24th Nov 2025 8:55 pm | অনলাইন সংস্করণ
আবুল হাসনাত তুহিন ফেনী: ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) – জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী জেলা প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মনিরা হকের সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার, সেক্রেটারি মো: সালাহ উদ্দিন মামুন, পাঁচ জন নির্বাচিত সদস্য মো: হায়দার আলী রাসেল পাটোয়ারী, শরিফুল ইসলাম অপু, মো: মেজবাহ উদ্দিন, ওসমান গণি রাসেল, এম. এ. ইমরান, ইউনিট লেভেল কর্মকর্তা (সহকারী পরিচালক) মো: আব্দুল মান্নান এবং যুব প্রধান শামসুল আরেফিন।
এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান মনিরা হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউনিটের নেতৃবৃন্দ।
বিআলো/ইমরান



