ফেনী সাহিত্য ফোরামের আয়োজন: সাহিত্যপ্রেমীদের জন্য উদ্বোধন হলো ফেনী বই মেলা ২০২৫
নিজস্ব প্রতিবেদক: ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় উদ্বোধন করা হয়েছে ফেনী বই মেলা ২০২৫। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মেলার সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাও. ওমর ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাজী সিকান্দার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী পৌর প্রশাসক ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আলী মিল্লাত, ফারুক হারুন, মাওলানা একরামুল হক ভূঁইয়া, মাওলানা আবদুর রহিম প্রমুখ।
এবারের বই মেলায় প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখকদের স্টলও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সাহিত্য ও ধর্মীয় বইয়ের মুগ্ধতায় ইতোমধ্যেই মেলা প্রাঙ্গণে সাহিত্য প্রেমীদের আনাগোনা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা ও ধর্মীয় ওলামা-মাশায়েখও উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



