ফেনী ৬ থানায় নতুন ওসি
আবুল হাসনাত তুহিন, ফেনী: দাগনভূঞা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ ফয়জুল আজীম। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারিভিত্তিক বদলির অংশ হিসেবে রবিবার বিকেলে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ শেষে সন্ধ্যায় তিনি দাগনভূঞা থানায় যোগ দেন।
এর আগে তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তথ্য অনুযায়ী, মুহাম্মদ ফয়জুল আজীম নোয়াখালীর হাতিয়া উপজেলার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বৃহত্তর নোয়াখালীর সাবেক এমএলএ মরহুম মাওলানা আবদুল হাইয়ের নাতি। ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর পদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ২০১৩ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এ কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানায় থেকেই ওসি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
এ ছাড়া ফেনী জেলার আরও ছয়টি থানায় নতুন ওসিরা যোগদান করেছেন। এসব থানা হলো—ফেনী সদর মডেল থানায় গাজী মুহাম্মদ ফৌজুল আজীম, সোনাগাজী মডেল থানায় মোহাম্মদ কামরুল ইসলাম, ছাগলনাইয়া থানায় মো. শাহীন মিয়া, ফুলগাজী থানায় এস এম মিজানুর রহমান এবং পরশুরাম থানায় আশরাফুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ শেষে ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। দাগনভূঞা উপজেলার মানুষের জানমালের নিরাপত্তায় সবার সহযোগিতা কামনা করছি। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো আপোষ নয়; কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স বজায় রাখা হবে।”
বিআলো/ইমরান



