ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
বিআলো প্রতিবেদক: রংপুরে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যেই আমরা সেই রাজনৈতিক দলের দেখা পাব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এসব কথা জানান তিনি।
এসময় আখতার হোসেন বলেন, ইতোমধ্যে ২০০ থানা কমিটি হয়েছে। জানুয়ারির মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবো। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। এদেশে দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করব না তেমনি হিন্দু, উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদের যে জায়গাগুলো আছে সেগুলোও আমরা হতে দিব না।
আখতার হোসেন বলেন, দিল্লীর সাথে সম্পর্ক থাকায় অনেকেই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিয়ে আসার পাঁয়তারা করছে। তবে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই তাদেরকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।
এর আগে, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের হাতে হাতে উষ্ণতার বস্ত্র বিতরণ করেন তিনি। পরে গণসংযোগ করেন তিনি।
বিআলো/শিলি