• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেব্রুয়ারির নির্বাচন: জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার 

     dailybangla 
    13th Nov 2025 6:17 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে গণঅভ্যুত্থনের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করে বলেছেন, ঐক্য ভাঙলে জাতি এক ‘মহাবিপদের’ মুখোমুখি হবে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “দীর্ঘ প্রায় দেড় যুগ আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন তারা অধীর আগ্রহে সেই অধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন। তাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী অভ্যুত্থন-সমর্থক দলগুলোকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে।”

    প্রধান উপদেষ্টা আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশবাসী যে ঐক্য ও ত্যাগ দেখিয়েছিল, তা আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৩৩ শিশু, শত শত তরুণ-তরুণী, নারী-পুরুষের আত্মদান যেন আমরা অল্পস্বল্প মতবিরোধে ভুলে না যাই। তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হলে আমাদের পারস্পরিক সহনশীলতা ও সংহতি বজায় রাখতে হবে।”

    তিনি আরও বলেন, “জনগণ এখন কেবল চায়, সেই ত্যাগের মর্যাদা রক্ষায় আমরা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিই। ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা দেখিয়ে সম্মিলিত আকাঙ্ক্ষার পথে এগিয়ে যাই।”

    জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলগুলো বৃহত্তর জাতীয় স্বার্থে মেনে নেবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস।

    প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এখন এক উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছি। এই নির্বাচনের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব- একটি নতুন সূচনার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি।” সূত্র: বাসস

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930