• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনুস 

     অনলাইন ডেক্স 
    03rd Dec 2025 4:08 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শাহ্জালাল সাইফুল : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। এ নির্বাচন নিয়ে জাতি গর্ব অনুভব করবে বলেও মন্তব্য করেন তিনি।

    বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের নিরাপত্তা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

    কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরব্যাপী অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি নির্ধারণ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি জানান, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ নেতৃত্ব গঠনে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

    এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন প্রধান উপদেষ্টা।

    এ বছর এনডিসি–২০২৫ কোর্সে অংশ নেন ৯৬ জন সদস্য—এর মধ্যে ৪৯ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, ১৮ জন অসামরিক কর্মকর্তা এবং ১৮টি বন্ধুত্বপূর্ণ দেশের ২৯ জন অংশগ্রহণকারী। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ সম্পন্ন করেন।

    বিআলো/এআর

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031