ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকি: ছাত্রলীগ নেতা গ্রেফতার
dailybangla
12th Nov 2025 1:11 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেয়া সেই ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে।
ইমরান তার ফেসবুক লাইভে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন। হুমকিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার পর পুলিশ তাকে ধরতে তৎপর হয়।
ইমরান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী ছিলেন, তবে ভিডিও ছড়িয়ে পড়ায় চাকরিচ্যুত হন।
বাঁশখালী থানার ওসি জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/শিলি



