• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় 

     dailybangla 
    09th Dec 2025 10:08 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোনে ভুল পাসওয়ার্ড বা প্যাটার্ন দিলে ডিভাইস লক হওয়া সাধারণ ঘটনা। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই ফোন রিসেট করে ব্যবহার করা যায়।

    বারবার ভুল দিলে স্ক্রিনে ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ বা ‘প্যাটার্ন ভুলে গেছেন’ অপশন আসে। এতে ট্যাপ করে ফোনে যুক্ত গুগল অ্যাকাউন্টে লগইন করলে ফোন রিসেট করা যায়। তবে ফ্যাক্টরি রিসেটের ফলে সব ডাটা মুছে যাবে; তাই ব্যাকআপ রাখা জরুরি।

    ফোনে Find My Device চালু থাকলে অন্য ডিভাইস থেকেও রিমোট রিসেট করা সম্ভব। গুগলের ওয়েবসাইটে লগইন করে ‘ডিভাইস ইরেজ’ করলে ফোন নতুনের মতো হয়ে যাবে।

    আইফোনে পাসকোড ভুলে গেলে Find My iPhone ফিচার ব্যবহার করে iCloud-এ গিয়ে ফোন মুছে ফেলা যায়। রিসেট শেষে নতুন পাসকোড সেট করা যাবে।

    বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড পিসির জন্য নিজস্ব সফটওয়্যার সরবরাহ করে, যেগুলো দিয়ে ফোন রিসেট করা যায়; সার্ভিস সেন্টারে না গিয়েও সমস্যার সমাধান সম্ভব।

    ভবিষ্যতে সমস্যা এড়াতে-
    * পাসওয়ার্ড নিরাপদ স্থানে লেখা বা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার
    * ফিঙ্গারপ্রিন্ট/ফেস আনলকসহ বিকল্প আনলক চালু রাখা
    * নিয়মিত ডাটা ব্যাকআপ রাখা
    * প্রয়োজনীয় সেটিংস ঠিক রাখলে লক সমস্যা সহজেই মোকাবিলা করা যায়

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031