ফ্যাসিবাদবিরোধী ঐক্য দৃঢ় করতে হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃশ্যমান করা প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনাদের মধ্যে ঐক্য যদি মানুষ চোখে দেখতে পায়, তবে দেশের মানুষ এতে স্বস্তি পাবে এবং তা দেশের জন্য ভালো হবে।
মঙ্গলবার রাতে যমুনা সরকারি বাসভবনে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেখানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, “ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিষয়ে দলগুলোর মধ্যে কোনো মতভিন্নতা বা বিরোধ নেই। রাজনীতির মাঠে মাঝে মাঝে কথাবার্তা হলেও তা রাজনৈতিক সহযোগিতায় বাধা দেয় না।”
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বিএনপি নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু অগ্রগতির জন্য গুরুত্বারোপ করেছে।
বিআলো/এফএইচএস