ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনা নিউমার্কেট চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্ত বাংলাদেশ গড়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। কোন ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবিই এই।
সমাবেশে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের বিচারের দাবি এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
গণসমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান শামীম, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মাওলানা শরীফ সাইদুর রহমানসহ আরও অনেকে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল মিছিল অনুষ্ঠিত করেন।
বিআলো/এফএইচএস