ফ্রান্সের ফার্স্ট লেডিকে অপমান: দোষী সাব্যস্ত ১০ জন
dailybangla
07th Jan 2026 10:37 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অনলাইন হয়রানির ঘটনায় আইনি রায় এসেছে। প্যারিসের একটি আদালত এই অভিযোগে ১০ জনকে দোষী ঘোষণা করেছে।
আদালত সূত্র জানায়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিজিট ম্যাক্রোঁর লিঙ্গ পরিচয় ও ব্যক্তিগত জীবন নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।
মামলায় বলা হয়, ব্রিজিট ম্যাক্রোঁকে ট্রান্সজেন্ডার বলে অপপ্রচার চালানো হয় এবং তার সঙ্গে প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর বয়সের ব্যবধানকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। আদালত এই মন্তব্যগুলোকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে বিবেচনা করেছে।
বিআলো/শিলি



