ফ্লাইওভারের নাট-বল্টু চুরির সময় ৩ যুবক আটক
dailybangla
14th Aug 2025 10:17 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় ২ নম্বর গেট ফ্লাইওভারের ওপর থেকে নাট, বল্টু ও লোহা চুরির সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে শহরের পাঁচলাইশ এলাকায় ২ নাম্বার গেট ফ্লাইওভারের ওপরের অংশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন ব্যক্তি ফ্লাইওভারের কাঠামো থেকে নাট-বল্টু খুলে সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যায়। ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজনকে আটকে ফেলা হয়।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) বলেন, ‘আটক যুবকদের থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
বিআলো/শিলি