ফ্লোরিডার মহাসড়কে গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
dailybangla
11th Dec 2025 1:05 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ইঞ্জিন বিকল হওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করছিল একটি ছোট বিমান। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তা মহাসড়কে চলন্ত গাড়ির ওপর পড়ে সামান্য আহত হন চালক।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে জরুরি অবতরণের সময় একটি ছোট বিমান আই-১৯ মহাসড়কে চলমান একটি টয়োটা ক্যাম্রির ওপর আছড়ে পড়ে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটে এ দুর্ঘটনা।
গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী; তিনি সামান্য আহত হন। বিমানটিতে থাকা ২৭ বছর বয়সী পাইলট ও যাত্রী অক্ষত আছেন।
পুলিশ জানিয়েছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পাইলট সড়কের পাশের খালি ঝোপে অবতরণের পরিকল্পনা করেছিলেন।
কিন্তু ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তিনি সড়ক পার হতে পারেননি এবং গাড়ির ওপরই পড়ে বিমানটি। তিনজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিআলো/শিলি



