• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফ্লোরিডা বৈঠক ব্যর্থ, ইউক্রেনে হামলা বাড়াল রাশিয়া 

     dailybangla 
    08th Dec 2025 9:56 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিন দিন ধরে চলা শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার শেষ দিনেই ইউক্রেনজুড়ে গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর ওপর রাশিয়া বড় ধরনের আকাশ হামলা চালায়।

    ফ্লোরিডার আলোচনার শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে তার “গঠনমূলক” ফোনালাপ হয়েছে। তবে দু’পক্ষই মনে করে, বাস্তব শান্তির পথ নির্ভর করছে মস্কোর সদিচ্ছার ওপর।

    আলোচনায় কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিও তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে আগ্রাসন বাড়িয়েছে। শুক্রবার ভোর থেকে রাশিয়া নতুন করে ব্যাপক হামলা শুরু করে; ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জ্বালানি ও গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে।

    ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো নিশ্চিত করেন, ২৯টি এলাকায় হামলা হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছেন। হামলায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে উদ্বেগ তৈরি হয়েছে রিঅ্যাক্টর নিরাপত্তা নিয়ে। আইএইএ ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।

    জেলেনস্কির অভিযোগ, সর্বশেষ হামলায় জ্বালানি স্থাপনাকে নিশানা করা হয়েছে, পাশাপাশি কিয়েভের কাছে একটি রেলস্টেশন ধ্বংস হয়। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

    রাশিয়া বলছে, তারা কেবল সামরিক-বাণিজ্যিক কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোই লক্ষ্যবস্তু করেছে।

    এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা চলছেই- নভেম্বর মাসে দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক এলাকায় তারা ৫০৫ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে, যা অক্টোবরের তুলনায় প্রায় দ্বিগুণ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031