• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বইমেলায় তানিয়া বখ্শ-এর কাব্যগ্রন্থ ‘ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই’ 

     dailybangla 
    26th Feb 2025 1:34 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা-২০২৫ এ পাওয়া যাচ্ছে তানিয়া বখ্শ-এর কাব্যগ্রন্থ ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই। বইটি প্রকাশ করেছে বৈতরণী প্রকাশনী। প্রচ্ছদ তৈরি করেছেন রাজীব দত্ত। মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটির অনলাইন পরিবেশক রকমারি ডটকম। লেখক বইটি তার জননী দিলরুবা আনোয়ার মিনু ও আত্মজ রৌদ্রকে উৎসর্গ করেন।

    কাব্যকলার বর্ণ-শব্দ-বাক্য কাঠামোর বিন্যস্ত বোধের ভিতরেই কবির লেখ্যচিন্তার অধরা জগৎটি বাঙ্ময় হয়ে ওঠে। কবি তানিয়া বখশের নির্মোহ নিবেদনকৃত ভালোবাসার একচ্ছত্র ও নির্বিবাদ অধিকারে আজলা ভরপুর আত্মস্বীকৃত পরিচর্যা যেন এ বইয়ের প্রধান সুর। নারী-পুরুষের চিরন্তন প্রেমের অতলান্ত ভুবনের যেমন সন্ধান পাওয়া যায়, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবচরিত্রের বিষয় বৈচিত্র্যের অসহিষ্ণু ধাবমানতার অনাকাক্সিক্ষত প্রতিবিধানও দুর্লভ নয় এই বইয়ে।

    তানিয়া বখ্শের কবিতায় একদিকে যেমন স্বপ্নের বাবুই পাখির সুনিপুণ বুননটি শিল্পের অবিকল্প মনোহরে দৃশ্যমান হয়ে ওঠে, আবার অকস্মাৎ স্বপ্নভঙ্গের জাগতিক বাস্তবতাও মুহৃর্তের মধ্যে সামনে এসে উপস্থিত হয়। যেখানে সাময়িক আনন্দঘন রঙিন ফানুসের গোলচক্করে পড়ে, কেবলই গোত্তা খাওয়ানোর প্রতিযোগিতায় ক্লান্ত ও বিবশ হয় মানুষ।

    সত্যিকারের মানুষদের ভালোবাসা নিয়ে একমাত্র একটি গল্প রচনা করার প্রত্যয়ে নিবিষ্ট এই কবি মানুষরূপী শ্বাপদদের মুখোশ খুলে দিতেও বদ্ধপরিকর। কণ্ঠে বজ্রের কাঠিন্য এনে পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত অবধি দৃপ্ত পদভারে মুখরিত হয়ে বিরাজ করতে চান শুধুই সৌন্দর্যের প্রতিমা গড়তে। প্রকৃতির ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন ঠেলে প্রাত্যহিক যাপিত দিনের ইচ্ছেগুলোকে জীবন্ত ও প্রস্ফুটিত করতে প্রবলভাবে জীবনবাজি রেখে প্রাণদায়ী বিশল্যকরণীকে জিইয়ে রাখতে চান প্রচণ্ড আশাবাদী এই কবি।

    তানিয়া বখ্শ আইনজীবী পিতার আইনজীবী কন্যা, দাদাও ছিলেন প্রখ্যাত আইনজীবী। একজন কবি, আবৃত্তিশিল্পী, আইনজীবী, স্যোশাল মিডিয়া ব্যক্তিত্ব। পঞ্চাশের দশক থেকে রাজনীতি, আইনপেশা, শিক্ষা ও সাংস্কৃতিক আবহে প্রয়াত পিতামহ অ্যাডভোকেট খোদা বখ্শ, পিতা অ্যাডভোকেট আনোয়ার বখ্শসহ ধারাবাহিকভাবে তিন প্রজন্ম ধরে উত্তরাধিকার ধারণকারী ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনের বাইরে তানিয়া বখশের ভালোবাসা লেখালেখি। এই লেখালেখির জাত-উপজাতের ভিতর আবার কবিতাই আসল। শৈশবের পারিবারিক সাহিত্য-সাংস্কৃতিক চর্চার অনুকূল আবহের গীত সুরটি আজও নিরবচ্ছিন্নভাবে অটুট রেখেই তিনি এগিয়ে চলেছেন কাব্যচর্চার বহুবর্ণিল অলিগলি হয়ে রাজপথ ধরে। বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটল ম্যাগাজিনে তানিয়ার লেখক পরিচিতি।

    তার জন্ম শহর টাঙ্গাইলের ভৌগোলিক সীমারেখা পেরিয়ে পৌঁছেছে দেশের বিভিন্ন জনপদে। এলএল.বি. ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এই কবি টাঙ্গাইল সাহিত্য সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন কর্তৃক শুধু একাধিক পুরস্কারপ্রাপ্তই হননি, নিজেও একজন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত স্বামী লুৎফে হাবিবের সঙ্গে এ সময় স্যোশাল মিডিয়া ফেইসবুকের জনপ্রিয় রম্য আখ্যানমূলক উপস্থাপক তানিয়া বখশের প্রথম কবিতার বই জ্যোৎস্নার ‘টেরাকোটা’ প্রকাশিত হয় ২০০৮ সালে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031