• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 

     dailybangla 
    10th Nov 2024 11:03 pm  |  অনলাইন সংস্করণ

    বগুড়া প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের সদস্যরা।

    এছাড়া টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন, মীর শাহে আলমসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাটিং করতে পাঠায়। লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ রান এবং কামরান হাফিজ ডিকি অপরাজিত ২১ রান করেন। এছাড়া, রহমত আলী ২৫ রান করেন। সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।

    বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘদিন পর এমন জমজমাট আয়োজন দেখে মাঠে হাজির হয় হাজার হাজার দর্শক। বিশেষ করে নারী ও শিশু-কিশোররা খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের অংশ হিসেবে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল অংশগ্রহণ করছে। টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

    ১৯ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930