বগুড়ায় বসতবাড়িতে লুটের পর হাত-পা বেঁধে নারীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শাহিনুর বেগম (৪৭) নামে এক তালাকপ্রাপ্ত নারীকে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গোয়ালবাথাম গ্রামে নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে স্বামী আমিনুলের সঙ্গে শাহিনুরের বিয়ে বিচ্ছেদ ঘটে। একমাত্র ছেলে আল আমিন বছর চারেক আগে সংসারের হাল ধরতে সৌদি আরবে যান। তখন থেকে বাড়িতে শাহিনুর একাই বসবাস করতেন৷ রোববার (৩১ আগস্ট) রাত ৮টার পর প্রবাসে থাকা ছেলে আল আমিনের সঙ্গে মুঠোফোনে শাহিনুরের সর্বশেষ কথা হয়।
সোমবার দিনভর মাকে মুঠোফোনে না পেয়ে আল আমিন বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা বাড়িতে এসে শাহিনুরের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্বজনদের দাবি, শাহিনুরকে হত্যার পর বাড়িতে থাকা নগদ অর্থ ও তার ব্যবহৃত মুঠোফোনটিও নিয়ে যায় দুর্বৃত্তরা।
বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে শ্বাসরোধে শাহিনুরকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সবগুলো দিক সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।
এর আগে গত ২১ আগস্ট রাতে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রাম ডাকাতির পর হাত-পা বেঁধে শ্বাসরোধে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করে।
বিআলো/শিলি