বছরের প্রথম দিন কাপ্তাইয়ে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত স্কুলের শিক্ষার্থীরা
আবদুল হাই খোকন: সারা দেশের মতো রাঙ্গামাটির কাপ্তাইয়েও শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শিক্ষিত জাতিই উন্নত দেশের প্রধান চালিকাশক্তি – এই লক্ষ্যকে সামনে রেখে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয।
আজ পহেলা জানুয়ারী, বৃহস্পতিবার সকাল ১০.০০টায় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব একরাম হোসেন, প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
কাপ্তাই উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা,কিন্ডার গার্টেন ও স্কুলগুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান উপজেলার ৫৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
বিআলো/তুরাগ



