বড়াইগ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৬
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কাঁচা রাস্তা মেরামতকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে মুরাদ আলী ওরফে কালু হাজী (৭০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টিতে স্থানীয় কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। এনসিপি নেতা নুহ ইসলাম ওই রাস্তাটি ইটের খোয়া ও বালু ফেলে মেরামতের উদ্যোগ নেন। কিন্তু পাশের বাসিন্দা কালু হাজী রাস্তাটি তার জায়গা দাবি করে মেরামতে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহতদের মধ্যে মুরাদ আলী, তার ছেলে সেলিম ইসলাম (৪৫) ও পুত্রবধূ মিতা খাতুন (৩৫), এবং অপরপক্ষে রফিকুল ইসলাম ওরফে রাফি হাজী (৬০), তার দুই ছেলে শামীম ইসলাম (২৭) ও নুহ ইসলাম (২৫) রয়েছেন। আহতদের মধ্যে কালু হাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই রাস্তাটি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়, যেখানে রাফি হাজীর পক্ষে ডিক্রি দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, “উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/সবুজ