বন্দরে জনসচেতনতা বৃদ্ধিতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫ ঘটিকায় মনারবাড়ি ২নং বিট পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, খ সার্কেল, নারায়ণগঞ্জ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমি বন্দর ও সোনারগাঁও উপজেলার দায়িত্বে যোগদান করে মাদক, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনো সম্পৃক্ততা থাকবেনা, তা হোক পুলিশ সদস্য বা ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তি। মাদকের সাথে সম্পৃক্ত হলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।”
তিনি মহিলাদের প্রতি বিশেষভাবে ইঙ্গিত করে বলেন, “শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য। তাই সমাজের বাল্যবিবাহ রোধে মা-বোনদের সচেতন হতে হবে।”
ওসি লিয়াকত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কন্যা সন্তান, কারো জন্য বোঝা নয়। এটি দেশের সম্পদ। বিভ্রান্ত না হয়ে শিক্ষায় মনোযোগ দাও, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে অর্থনীতির শক্তিশালী হাতি হিসেবে গড়ে তোলো। আমি বিশ্বাস করি তোমাদের হাত ধরেই একদিন বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাবে।” তিনি সকলকে যে কোনো ধরনের অপরাধের তথ্য ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বরে জানাতে আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মেম্বার বলেন, “পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, কার্যক্রমকে গতিশীল করা এবং প্রান্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
সমাবেশে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদ-মাদরাসার ইমাম, সনাতন ধর্মাবলম্বী, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



