বন্দরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু, চালক পলাতক
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ বন্দরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফরাজিকান্দা এলাকার ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতের নাম হামিদা বেগম (৭০)। তিনি কলাগাছিয়া ইউনিয়নের শেলসারদি গ্রামের ফজর আলী মিয়ার স্ত্রী। প্রায়ই তিনি টোল প্লাজার সামনে ভিক্ষা করতেন।
নিহতের মেয়ে হালিমা বেগম জানান, “আমরা মা’কে বাড়িতে রাখার চেষ্টা করতাম, কিন্তু তিনি কাউকে কিছু না বলে একাই বের হয়ে যেতেন। আজ দুপুরে টোল প্লাজার সামনে চলে যান। পরে জানতে পারি, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মা মারা গেছেন।”
মদনগঞ্জ ফাঁড়ির এসআই জাকির হোসেন বলেন, “দুর্ঘটনায় নিহত হামিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক (নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৬৭৯৪) আটক করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআলো/তুরাগ



