বন্দরে যানবাহন তল্লাশি, ৮টি মোটরসাইকেল আটক, ৪ মামলা
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে নাশকতা প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
এরই অংশ হিসেবে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বন্দর উপজেলার মদনগঞ্জ–মদনপুর সড়কের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের উদ্যোগে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মোট আটটি মোটরসাইকেল আটক করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র অসম্পূর্ণ ও মেয়াদোত্তীর্ণ থাকায় চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ আইনে চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে নবীগঞ্জ মোড়ে তিনটি এবং তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজায় একটি মামলা করা হয়।
চেকপোস্ট কার্যক্রমে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাজিব কুমার মিত্রের নেতৃত্বে উপস্থিত ছিলেন মদনগঞ্জ ফাঁড়ির এএসআই হানিফসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এ বিষয়ে সার্জেন্ট রাজিব কুমার মিত্র জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। রুটিন কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ



