বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি
dailybangla
20th Nov 2024 12:21 am | অনলাইন সংস্করণ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবস উদযাপন উপলক্ষে নারায়নগঞ্জের বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে আয়োজিত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার দেওয়ানবাগী এলাকা থেকে শুরু হয়ে মদনপুর বাসস্টেশন প্রদক্ষিণ করে চাঁনপুর কলা বাড়ি এলাকায় এসে শেষ হয়ে।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুইয়া হিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলো ইউছুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, সদর থানা সভাপতি মাসুদ রানা। সার্বিক সঞ্চালনায় ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।
বিআলো/তুরাগ