বন্দর থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, এডহক কমিটি গঠন
মোঃ মনির হোসেন: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বন্দর থানা প্রেসক্লাবের ২ বছর মেয়াদি (২০২৩–২০২৫) কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর কে কে টাওয়ারে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় ৩ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।
এতে সাব্বির আহমেদ সেন্টুকে আহ্বায়ক, মোঃ ফিরোজ খানকে যুগ্ম আহ্বায়ক এবং নজরুল ইসলাম সরকার নয়নকে সদস্য করা হয়।
এডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ খান, সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ মহসিন দেওয়ান, আনিসুর রহমান সজিব, ডি এম মাইনুদ্দিন দেওয়ান, ইমরান হোসাইন আকাশ, আল আমিন জাহান মুন্সি, মোঃ রুবেল হোসেন ও নজরুল ইসলাম নয়ন।
বিআলো/এফএইচএস



