বন্ধুর সাথে কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধু সঙ্গে ভ্রমণে এসে অতিরিক্ত মদপান করায় সাজিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হোটেল কক্ষে একা বসে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়লে রোববার (২৯ জুন) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা এবং ঢাকার ডেমরা এলাকার একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তিনি শুক্রবার হাবিব নামের এক বন্ধুর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন এবং শহরের স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে উঠেন।
স্থানীয় সূত্র ও বন্ধুর বরাতে জানা যায়, শনিবার দিনভর কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট ঘোরাঘুরির পর বিকেলে সমুদ্রে গোসল করেন তারা। পরে রাতে হোটেলে ফিরে হাবিবের অজান্তে সাজিদুল একা বসে মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপানের কারণে রাতেই তার পেটে ব্যথা শুরু হয়।
পরদিন সকালে তাকে কুয়াকাটা কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু তারা হোটেলে ফিরে যান। পরে অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কুয়াকাটা কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজ হোসেন জানান, রোগীকে গুরুতর অবস্থায় প্রথমবার হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলেছিলাম। পরে দ্বিতীয়বার আনার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যু নিশ্চিত হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বিআলো/সবুজ