বন্যার্তদের সাহায্যার্থে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভিন্নধর্মী উদ্যোগ
স্পোর্টস ডেস্ক: বন্যায় আর্জেন্টিনার উপকূলীয় শহর বাহিয়া ব্লাঙ্কার অবস্থা ভয়াভহ, পুরো শহর এখনও পানির নিচে। বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ আরও কয়েকজন। বাড়িতে পানি ঢুকে পড়ায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বহু মানুষ। তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি।
মানুষের এমন অসহায় অবস্থা দেখে বসে থাকতে পারেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েসনও। বন্যাকবলিত মানুষদের জন্য নিয়েছেন প্রশংসনীয় এক উদ্যোগ। এ বছর দেশটির জাতীয় ফুটবল দল যতগুলো গোল করবে, বাহিয়া ব্লাঙ্কার তত বাসিন্দাকে নতুন বাড়ি নির্মাণ করে দেবে এএফএ। দেশটির ফুটবল ফেডারেশন এই ক্যাম্পেইনের নাম দিয়েছে ‘আন গোল পোর আন তেকো’- যার অর্থ একটি গোলের জন্য একটি ছাদ (বাড়ি)।
বন্যায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার হোসে পেনা হাসপাতালও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রবল বর্ষণের দিনে নবজাতক বিভাগ পুরোপুরি খালি করতে হয়েছিল। হাঁটুসমান পানির মধ্য দিয়ে নার্সরা ওয়ার্ড থেকে শিশুদের বের করে আনছেন, এমন ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে অনেকের মন কেঁদেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক মানুষ।
লাতিন আমেরিকার বেসরকারি সংস্থা ‘তোকো’-এর সঙ্গে যৌথভাবে বাহিয়া ব্লাঙ্কার বন্যার্তদের জন্য জরুরি আবাসন ও অবকাঠামো নির্মাণ করে দেবে এএফএ। একই সঙ্গে খাবার, পোশাক এবং চিকিৎসা সহায়তাও (অন্যান্য মৌলিক চাহিদা) দেবে।
এ ব্যাপারে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘এই অংশীদারত্বে যুক্ত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, এটি আর্জেন্টিনা জাতীয় দলের জন্য তাদের পাশে দাঁড়ানোর একটি উপায়।’
এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল, সব কটিই বিশ্বকাপ বাছাইয়ের। এ ছাড়া একাধিক প্রদর্শনী ম্যাচ খেলার কথাও রয়েছে তাদের।
এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে থিয়াগো আলমাদার গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলেছে জাতীয় দল। ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্কালোনির দল। এই আর্জেন্টাইন কোচ নিজেও মাঠে নেমেছিলেন।
এখন পর্যন্ত এ বছর ২ ম্যাচে ৩ গোল করে ফেলেছে আর্জেন্টিনা। ঘোষণা অনুযায়ী, বন্যাকবলিত বাহিয়া ব্লাঙ্কায় ৩টি বাড়ি নির্মাণ করে অথবা তার সমপরিমাণ অর্থসহায়তা দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বিআলো/শিলি