বরগুনায় রাজস্ব ফাঁকির সিগারেট জব্দ, দুইজনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বার্গো টোবাকো কোম্পানির এরিয়া ম্যানেজারসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: বরগুনা শহরে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে নৌবাহিনী। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযান শেষে এসব সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভবনের প্রথম তলা থেকে ‘কিংস’ ব্র্যান্ডের ৯১ হাজার ৬০০ শলাকা এবং ‘ইনডো ব্ল্যাক’ ব্র্যান্ডের ৩ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ৪২০টি খালি সিগারেটের প্যাকেট ও ৬৫টি গ্যাস লাইটার।
অভিযান চলাকালে বার্গো টোবাকো কোম্পানির বরগুনা এরিয়া ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন (৫০) এবং বিক্রয় প্রতিনিধি আহমেদ হৃদয় (২৩) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কামাল হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আহমেদ হৃদয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস