বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
dailybangla
13th Nov 2024 9:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বরগুনার পাথরঘাটায় ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার মেইন রোডে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. ইমনকে (২১) আটক করা হয়। আটক ইমন নাচনাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বাঁশতলা এলাকার বাসিন্দা।
তিনি আরো বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ আটক মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
বিআলো/তুরাগ