বরগুনার পাথরঘাটায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা গুরুতর আহত
মো. নাজমুস সাকিব তানভির, বরগুনা : গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটার পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমতিয়াজ হোসেন ইমাম রাতে বাসা থেকে খাবার খেয়ে বের হন। পরে তিনি পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে, হঠাৎ পেছন থেকে মুখোশ পরিহিত চার-পাঁচজন মিলে হামলা চালিয়ে তাকে কোপাতে শুরু করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপির নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা করা হতো। ওই সময় কারা হামলা করতো তা আমরা জানতাম। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা হচ্ছে।
গত রাতে ছাত্রদল নেতা ইমামের ওপর মুখোশ পরে গুপ্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এতে তার হাত, পা এবং বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। যারা বর্তমানে গুপ্ত রাজনীতি করছেন তারাই এ হামলা চালিয়েছে বলে আমাদের মনে হয়। পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা গণমাধ্যমকে বলেন, ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলা চালানোর খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী পরিবার বা অন্য কারো কোনো লিখিত অভিযোগ পাইনি।
বিআলো/আমিনা



